কলমে: আসিফ ইকবাল টিপু
মা জননী মহা খনি
এই জগতের পরে,
মাগো মোদের সুখের মণি
এই দুনিয়ার তরে।
মাগো আপন হয়ে থেকে
বহু কষ্ট করে।
দুঃখ ব্যাথা বুকে লয়ে
গুমড়ে কেঁদে মরে।
পুত্র কন্যা সুখের তরে
সহে অনেক কষ্ট।
অন্যায় কর্মে ভুলে চলে
জীবন করে নষ্ট।
মা জননী শ্রেষ্ঠ খনি
মোরা সবাই জানি।
মা জননীর কথা ভেবে
দুখে ফেলি পানি।
মা জননী মানে জান্নাত
ভেবে মোরা চলি।
মা জননী আপন করে
মহা মায়া বলি।