কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
মুসলমানের ঘরে জন্ম নিয়ে
দিলে নাই তোমার ভয়,
ভাবছো তুমি মুসলমান হলেই
জান্নাত তাদের হয়।
মনের ইচ্ছায় চলছো ধরায়
নাই কোনো ভালো কাজ,
ক্ষুদ্র এই জীবনে তোমার
মনে করছো তুমি রাজ।
সুখ -শান্তি আরাম-আয়েশে
রয়েছো তুমি ডুবে,
ভাবছো তুমি মৃত্যুর পরে
জান্নাতেই তুমি রবে।
মুসলমানের ঘরে জন্ম নিয়ে
করছো তুমি কতো পাপ,
ভেবোনা কখনো এভাবেই তুমি
পেয়ে যাবে সেথায় মাপ।
জন্মসূত্রে মুসলিম তুমি
আসলে মুসলমান নও,
ঈমান আমল নাই সুন্নত
মুসলিম কেমনে হও।
পৈতৃক সম্পত্তি নয়তো ইহা
জন্মিলেই তুমি মালিক,
তোমার আমার সবার কিন্তু
রয়েছেন একজন খালিক।
নামাজ রোজা নাই তোমার
করছো অপরাধ শতো শতো,
সুখ চাইলে প্রভুর দরবারে
এখনি করো মাথা নত।