কলমে: রওশন রোজী
যদি ডাকো আমায় প্রিয় নামটি ধরে
সাগর নদী পাড় হয়ে আসবো ঠিক তোমার তরে।
নিবে কি বরণ করে হাতটি ধরে?
গোলাপের পাপড়ি গুলো ছড়িয়ে দিয়ে।
দেখবে আমায় আপন রঙে রঙ মিলিয়ে
সুখের বাসনায় নিবিড় করে
তুমি যদি ডাকো যাবো শতবাধা অতিক্রম করে
হৃদয়ে বিষাদ কে ভুলে।
বিষন্নতা কাটিয়ে ভোরের আলো সংগে নিয়ে
বনের যত ঘাসফুল ফুটেছে তাদের ফেলে
মনের উঠোনে কান্নাগুলো থামিয়ে দিয়ে
ঝড় তুফান কে জয় করে।
তোমার হাসিটা আমায় দিও
কান্না গুলো সব তুমি নিও আপন ভেবে।
নক্ষত্রগুলোকে সাথে নিয়ে
যাবো আমি শুধু তোমার হয়ে
আমার ওই সুন্দর বাগান টি ফেলে
কুয়াশাকে ভেদ করে।