কলমে: বাসুদেব বসু (শিক্ষক)।
চলেছি একা,
পথ নাহি:
মোর জানা।
পথে চলে কত লোক,
চলেছি তাদের পিছে পিছে:
কেহ শুধায় না মোরে।
পড়ন্ত বিকালে,
সূর্য ডুবে যায় যায়:
কুয়াশা আসে ঘিরে।
চিন্তিত মনে,
চলি তাদের সাথে:
ভাবছি অনেক কিছু আজি।
পিছন থেকে একজনে,
জিজ্ঞাসিল মোরে:
যাবে কোথায়?
বলিলাম, যাব চন্ডীপুরে,
মেয়েটি হেসে হেসে বলিল:
আমিও যাব চন্ডীপুরে।
পথের লোক যার যার মতে,
চলে গেল যার যার পথে:
থাকলাম দুজনে।
হেঁটে চলেছি কথা নাই,
মেয়েটি বলিল,মোরে:
যাবে কি আমার সাথে?