এম. আব্দুল হালীম বাচ্চু
কথায় কথায় ভালো বলে দাবি করে যারা
বুঝতে হবে পাকাপোক্ত বদেরধারী তারা!
অমুক খারাপ তমুক খারাপ বলে বেড়ায় যারা
বুঝতে হবে ওসব লোকের জিভের মাঝে ফাড়া!
একটুখানি সুযোগ পেলে উপদেশ দেয় যারা
বুঝতে হবে বোকার স্বর্গে বসত করে তারা!
অন্যের ভালো তিলপরিমাণ সহ্য হয় না যাদের
বুঝতে হবে ভেজাল রক্ত দেহে আছে তাদের!
কচুপাতার জলকে দেখে সাগর বলে যারা
কথায় কথায় সাঁতার কাটার মন্ত্র শেখায় তারা!
অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে গলা ফাটায় যারা;
বুঝতে হবে দেশ ও দশের বোঝাস্বরূপ তারা!
একটুখানি বুঝেই যারা পণ্ডিত বনে যায়
পরের মাথায় কাঁঠাল ভেঙে তারাই কিন্তু খায়!
চোখে-মুখে মিথ্যা বলে গর্ব করে যারা;
বুঝতে হবে তারাই কিন্তু ঝরায় রক্তধারা!
একের পর এক চরিত্র সব মাথার ভেতর নড়ে;
লিখতে গেলেই কাগজ-কলম উড়তে থাকে ঝড়ে!