কলমে: মোহাম্মদ মনজুর আলম অনিক
সোনার দেশটা গোল্লায় গেল
আর হলো না ভালো,
এখন আমার মনে হয়
মৃত্যুই ভালো ছিলো।
ইংরেজিরা থাকার সময়
করেছে অত্যাচার,
সেই থেকে অত্যাচার
থেমেছে কি আর?
তারপরে পাকিস্তানি
করেছে মোদের লুট,
সয়-সম্পদ সব কেড়েছে
বলছি কি ভাই ঝুট?
কিছুকাল ভালো ছিলো
পাকিস্তানের পরে,
শান্তি ছিল সুখ ছিল
মোদের ঘরে ঘরে।
আরো কিছু কাল মোরা
ভালোই ছিলাম দেশে,
তারপরে সিংহাসনে
সন্ত্রাসীরা বসে-
সেই হতে মোদের রক্ত
করছে ওরা পান,
বিনা রক্তে যাচ্ছে চলে
আজকে মোদের প্রাণ।
আজকে মোরা অকারনে
খেটে মরি জেল,
কি কারনে যাচ্ছি জেলে
ধারণাটাও ফেল।