কলমে: এম এ লতিফ
=============
তরু লতা জেগে রয়
রাত জেগে কথা কয়,
ভ্রমরের গুঞ্জনে দোলা এই মনে
আকাশ নীলিমায় চাঁদ তাঁরা ডেকে কয়,
ভোরের শীতল হাওয়া স্পর্শ সুখে
শিশির ভেজা বিন্দু কণা,
সবুজ শ্যামলে মাটির মায়ায় জড়িয়ে রয়!
নীরবতা ভেঙে যায়, পাখিদের গুঞ্জনে
ঝাঁকে ঝাঁকে মৌমাছি ছুটে চলে মধুবনে,
এমন মধুময় লগন, ভুলা যায় কি কখন,
আমিও যে প্রকৃতির সাথে
মিশে যাই আপন মনে,
ধূলির ধরায় ধুলোগুলো
মিশে যায় মাটির সনে।
তরু লতা জেগে রয়
কোলাহল দিনটা শান্ত হয়,
নামে সন্ধ্যা হয় নিঝুম রাত,
ক্লান্ত শরীর শান্ত হয়ে
মায়ের কোলে ঘুমিয়ে রয়।