কলমে: দেওয়ান জুলফিকার হাসনাত
সুজলা সুফলা শস্য শ্যামলা
লাল সবুজের বাংলাদেশ,
খালে বিলে ঝিলের জলে
শাপলা শালুকের নেইকো শেষ!
জারী সারি ভাটিয়ালি
মন মোহিনীর বাংলাদেশ,
লাখো শহিদের রক্তে কেনা
যার রূপের নেইকো শেষ!
ফুলে ফলে তরু লতায়
খেলা করে মৌমাছি,
ডানপিটে ছেলে মেয়ে
খেলে গোল্লাছুট আর বউচি।
আমার দেশের নকশীকাঁথায়
স্বপ্ন বোনা রঙ বেরঙ,
রূপের রাণী দেশটা আমার
মন মহুয়ার হাজার ঢং।
কিচির মিচির কলরবে
ভোর হয়েছে দেয় জানান,
শয্যা ছেড়ে ওঠতে হবে
মুয়াজ্জিন দেয় আজান।
কদম্বতলে বৃষ্টি জলে
কোন দেশেতে যায় ভেজা,
কোন দেশেতে টং দোকানে
পাওয়া যায় তিলের খাজা!
কোন দেশেতে ঘুম পারানি
মাসি পিসির গান গায়,
কোন দেশেতে একসাথে
বউ শ্বাশুড়ি পান খায়!
আমার দেশের রূপের বাহার
নেইকো বিশ্বজোড়া,
কাদামাটির সুধাগন্ধে
দেশটা সোনায় মোড়া।