কলমে: মোঃ মানজুর আলম অনিক
———————————————-
আজকের দিনেও চলে সত্যের সততা
তাই ধরা রক্ষা করে আপনার সমতা।
আজো তাই মাঠে মাঠে ভালো হয় শস্য
ধান পাট মাঠ ঘাট হয়না পুরে ভাস্ম।
লোকে বলে মহিমাঝে নাই নাকি সততা
সর্বত্র শুধু নাকি বিরাজ করে শঠতা?
লোকে নাকি খুঁজে পায় ঠকামির জঞ্জাল
লোকে নাকি ঠোকে ঠোকে হয়ে যায় নাজেহাল?
ঘর দ্বোর ভরপুর ধোঁকাবাজি ধান্দা
আমি তো খুঁজে পাই সত্যবাদী বান্দা।
সত্যবাদী লোক আছে জগতের মাঝারে
বিশ্বব্রাহ্মাণ্ড টা চলছে তাই সজোরে।
সততা আছে বলে পৃথিবীটা চলছে
মন ভরে আজো লোকে আল্লাহকে ডাকছে।
আল্লাহ তাই অবনীটা করে নাকো ধ্বংস
বেঁচে আছে তরু লতা মানুষের বংশ।
মন ভরে লোকে যদি আল্লাহকে ডাকে
পৃথিবীটা স্বর্গ সম দেখবে চেয়ে লোকে।
——————————————–