কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু
পুরো ভাদ্দরে খাঁখাঁ রোদ ছিলো অতিষ্ঠ ছিল জীবন
বৃক্ষ শিশুরা বাড়তে পারেনি এখনও তারা চিকন!
গোরুর গোহালে ছিল না বাতাস মশাদের ছিল হাট
জলের অভাবে কেঁদেছিল খাল পচানো যায়নি পাট!
কাশবন ছিল উসকো খুসকো শুভ্র ছিল না ফুল
জলহীন নদী কেঁদেছে গুমরে ভাঙেনি উভয় কূল
শিউলিফুলের পাপড়ির গায়ে পড়েনি বৃষ্টি ফোটা
শক্ত ছিল না সন্ধ্যা রাতের ছাতিম ফুলের বোঁটা!
ভাদ্দর শেষে আশ্বিন এলো শ্রাবণের ঢল নিয়ে
অঝোর ধারায় ফুল নিলো তার কুঁচকানো গা ভিজিয়ে
কাশফুল আজ বৃষ্টি সুখের উল্লাসে মেতে নাচছে
জলহীন নদী ঢেউ তুলে আজ খিলখিল করে হাসছে!
ভাদ্দর তুমি খাঁখাঁ রোদ নিয়ে এসো না ভুলেও ধরায়
আশ্বিন আজ শরতের রানি দেখো কী বৃষ্টি ঝরায়!