কলমে: মোঃ জয়নাল আবেদীন
সবুজ শ্যামল দেশকে তোরা হত্যা করিস না,
আহত করে রেখেছে ওরা,বন্ধ কর তোদের হানা।
জীবন দিয়ে রক্ষা করলো ছাত্র জনতা,
পরাধীনতার দুঃখ কষ্ট এখনো হৃদয়ের গাঁথা।
বাংলার বুকে দেখেছিস তোরা নিজেদের চোখে,
কেমন করে তাদের পাপিষ্ঠ হাত চেপেছিলো মানুষের মুখে!
কেমন করে হত্যা যজ্ঞ চালিয়েছে দেশের বুকে,
নিরীহ মানুষ বন্দী করে মেরেছে ধুঁকে ধুঁকে।
দেখিস নি তোরা শকুন রূপে কেড়ে নিয়েছিলো ক্ষমতা?
সমপরিমাণ হতে দেয়নি প্রয়োজনে করেছে হত্যা।
করেছে তারা কেমন করে চাঁদাবাজী অর্থ পাচার,
সততাও তাদের থেকে মেনে নিয়েছে হার।
দেখিস নি তোরা মুখে মুখে ছিল কতো নীতিকথা?
আপন ভূমি ধ্বংসে তাদের ছিল না মাথা ব্যাথা।
জনসেবার নামে ছিল প্রতারণার যত জাল,
প্রতিবাদে মানুষ গুলো হয়েছে রক্তে লাল।
চেলা চামচায় ভর্তি ছিল দেশের হাট বাজার,
তৈলাক্ত বুলি ছেড়ে কামাতো টাকা কয়েক হাজার।
হিংসা ছেড়ে লেলিয়ে দিছে অঙ্গ সংগঠন,
কত যে মানুষ হারিয়েছে তাদের আপন জন!
অলি গলি রাস্তা দোকানপাট,
চাঁদা মুক্ত ছিলো না নদীর ঘাট।
পকেট ভর্তি ছিল তাদের অসাধু প্রশাসন,
মামলার ভয়ে থরথরে কেপেছিলো সাধারণ জনগণ।
ছিল না কোন শিক্ষিত চোরের অভাব তাদের কাছে,
সকল কিছু তাদের হাতে, বিচারের অবশিষ্ট কিছু আছে?
দুর্নীতিতে শ্রেষ্ঠ ছিল গুম খুনেও দারুণ,
প্রতারকদের চোখে মুখে ছিল হিংসা ভরা আগুন।
অধিক হারে বাড়ে যখন জুলুম নির্যাতন,
হটাতে স্বৈরাচার একতাবদ্ধ ছাত্র জনগণ।
জনগণের শক্তির কাছে পরাজিত হয় তারা,
সব ক্ষমতা ধ্বংস হয়ে আজ হলো দেশ ছাড়া।
বন্ধ কর চাঁদাবাজী বন্ধ হোক নেতাগিরী,
প্রতিশোধের সুযোগ নিয়ে জ্বালাস না ঘরবাড়ি।
দেখে অতীত শিক্ষা নেওয়ার সময় এখন তোদের,
দেশের বুকে শান্তি আসুক প্রত্যাশাটা মোদের।