কলমে: এম, আলমগীর হোসেন
লক্ষ সালাম লক্ষ প্রণাম শিক্ষাগুরুর পায়,
নিজের হাতে জ্ঞানের পথে হাটতে যে শেখায়।
সকাল থেকে সাজ অবধি
কাজ করে যান নিরবধি
কাছে টেনে আদর স্নেহে মায়া মমতায়,
সাহস যোগায় বড় হবার সাধ স্বপ্ন দেখায়।
নিজের কষ্ট দুঃখ ভুলে
সব শিশুকে নেয় যে কোলে
গড়তে চাহে সোনার মানুষ সোনার এ বাংলায়,
সভ্য সুন্দর সুখী হোক দেশ থাকেন কামনায়।
হয়নি কভু ফিরে দেখা
যার হাতে এই বর্ণ শেখা
গড়তে জাতি যিনি অতি রাখেন অবদান,
অভাগা এই আমরা কি দেই সেই কাজের সম্মান।
সব শিশুকে আপন করে
জীবনের মূল ভিত্তি গড়ে
সারাটা দিন থাকেন পড়ে জাতির কারখানায়,
শিশু মনে স্বপ্ন বুনে আলোর পথ দেখায়।