কলমে: গোলাম সরোয়ার খান
শিশু শ্রেণীতে পড়েন যাহারা
থাকেন মহা ব্যস্ততায়,
পড়ার টেবিলে বসতে বলায়
আগ্রহ টা বেশ দেখায়।
মনযোগী খুব লেখা পড়ায়
নষ্ট করেন না সময়,
লেখা পড়া না বুঝিলে
গুরুজন দের জিগায় ।
ক্লাসের পড়া রপ্ত করে
বই খাতা সব ব্যাগে ভরে
মা'কে বলে,এবার তবে ছুটি,
খেলাধুলা করবো আমি-
নাই তো খেলার জুটি ।
প্রাসাদ তুল্য বাসায় থাকি
শিশুর মধ্যে একাই,
খেলনাগুলো ছাড়া আমার
সঙ্গি কেহই নাই ।
বড়'রা সব মোবাইলেই
ব্যস্ত সময় কাটায়,
আমায় দেবার মতো সময়
তাদের হাতে নাই ।