কলমে: জাহিদুল ইসলাম মুন্সি
হিম শীতের বুড়ি আসছে কুয়াশার চাদর মুড়ি দিয়ে।
রুক্ষতার আমেজ নিয়ে।
শীতে জড়থরো বৃক্ষদেবী তেজস্বী পাতায়,
পল্লবে সবুজবীথি জেগেছে তার শাখায়।
নদীতে কেবল একহাটু ছচ্ছ পানি,
স্রোতহীন নদে শেওলা ভাসে রাশি রাশি।
আকাশে মেঘগুলোও লুকিয়ে আছে কুয়াশার আড়ালে,
সকাল কাটে আলোহীন সন্ধ্যা নামে বিকেলে।
গরমে অতিষ্ঠ মানুষ এসি আনে ঘরে,
গরমে না মরিলেও মানুষ মরে শীতে।
শীত সাজে সবজির ঢালা,
ছিন্নমূল জানে শীতের কী? জালা।
শীত আসুক নেমে
ধরনির বুকে।
দিবো বাড়িয়ে সহমর্মিতার হাত,
মুক্তাঝরা শিশির বিন্দুর প্রভাত।
শীতের রজনী হারিয়ে গেছে যাত্রাপালার মঞ্চে।