মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
================
শীতের ভোরে কনকনে শীত,
উঠে গাছি খেজুর গাছে।
রসের হাঁড়ি নিয়ে গাছি,
নিচে নেমে আসে।
চলছে গাছি নিয়ে রসের হাড়ি,
বিক্রি করার তরে।
কুয়াশা ডাকা ভোর বেলা,
শীত উপেক্ষা করে।
চাদর মুড়ি দিয়ে চাচা,
যায় বাজার মোড়ে।
পাখিরা সব যায় উড়িয়ে,
আপন নীড় ছেড়ে।
কুয়াশা ভেজা দূর্বা ঘাসে
শিশির কণা হাসে।
হাঁসগুলির দল ভাসছে,
দীঘির ঠান্ডা জলে।
সূর্যিমামা উঁকি মেরে
পূর্ব আকাশে জাগে।
একটু পরে যাই লুকিয়ে
লুকোচুরি খেলে।