কবি- আফজাল হোসেন
———————–
নব বর্ষের শুরুতেই এবার কাঁপছে শীতে দেশ;
তীব্র ঠান্ডায় নিরীহদের কষ্টের নেই শেষ!
এমনিতেই হাড়-কনকনে শীত, যায়না বাইরে যাওয়া,
তারই মাঝে বইছে আবার ঠান্ডা হিমেল হাওয়া!
সূর্যের মুখ যায়না তো দেখা, অতি নিম্ন তাপ,
দুঃস্থ মানুষ শীতের কষ্টে করছে অনুতাপ!
কর্মজীবি মজুর যারা, মাঠে কাজ করে;
হিম বাতাসে, তাঁরা যে ভাই কাঁপছে থরথরে!
রিকসাওয়ালা, অটো-রিকসা, ভ্যান চালায় যারা,
হিমেল এ শীত, তাদের জন্যে হয়েছে ভীষণ জ্বালা!
ফুটপাতে ঘুমায় যারা খোলা আকাশের নিচে,
ক্ষণে ক্ষণে তারা তো ভাই, ঠান্ডায় কুঁকড়ে উঠে!
জামা নেই, জুতো নেই, খালি গায়ে চলে,
পথশিশুদের কষ্ট দেখলে দু-চোখ ভাসে জলে!
গরীব আবালবৃদ্ধবনিতার কষ্ট তো কম নয়,
অতি ঠান্ডায় চলাফেরায় জবুথবু হয়!
সারা দেশে নামছে পৌষের হাড় কাঁপানো শীত,
শীত বস্ত্র দিয়ে গরীবের করতে হবে হিত।
আমরা যেমন লেপ-কম্বল গায়ে দিয়ে ঘুমাই,
ঠান্ডায় কাঁপা দুঃস্থদের কষ্টে যে ঘুম নেই!
দেশবাসী আছো যারা বিত্তে সামর্থ্যবান,
পুরানা জামা কাপড়, দুঃস্থদের করো অনুদান।
দয়া করে,দয়া কর -গরীব দুঃখীর প্রতি,
নইলে এই শীতে ওদের হবে মরণ ক্ষতি!
ছাত্র-যুবক আছো যারা নবীন সেনা দল,
দল বেঁধে সব সংগৃহ কর জামা, কাঁথা, কম্বল।
দুঃস্থ, গরীব শীতার্তদের বস্ত্র কর দান;
মানব সেবায় রাখতে হবে সবার অবদান।
দুঃখী মানুষের মুখে হাঁসি, ফোঁটাতে পারে যারা,
মানুষের মাঝে শ্রেষ্ঠ তো সেই,মহা মানব তাঁরা।।