কলমে: মহসিন আলম মুহিন
যেওনা ফিরে, তাকাও ঘুরে-সম্মুখে অন্ধকার,
মিলবে না হিসাব পারবে না হতে-একাকি পারাপার।।
অথৈ জলে পাবে কি খুঁজে মণি-মুক্তা দামী,
এভাবে চলবে কতকাল বলো এ কেমন পাগলামি।।
পথ হারিয়ে জঙ্গল মাঝে-চলেছো একা একা,
আছে কি দরদী তোমায় দেখাবে-সঠিক পথের দেখা।।
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবি-কোথা আছো কতদূরে,
সইতে নারি বিরহ জ্বালায়-অন্তর কেঁদে মরে।।
কপোত-কপোতী বলে গেলো-সুরে সুরে গানে গানে,
তোমাতে আমাতে হবে যে দেখা মিলন সন্ধিক্ষণে।।
চাঁদ কি থাকে জ্যোৎস্না হীনে সূর্যকে ভুলে কভু,
তাহলে কেমনে আড়ালে থাকো-সব কিছু যেনে তবুও।।
জীবন হয়তো পারবে চালাতে অভিমানে একা একা,
প্রিয় বিহনে তোমার হিয়া পড়ে-রবে শুধু একা।।