কলমে:- মোঃ সুমন মিয়া
আজ শূন্য পকেট বলে
আপন কেউ হইল না।
যখন পকেট পূর্ণ ছিল
লোকের অভাব ছিল না৷
আপন আপন সবাই বলে
আপন তো কেউ রইল না।
শূন্য পকেট দেখতে ফেরে
সবাই আশ্রয় নিল ছলনার।
মা- বাবা, ভাই, বন্ধু বলো
পূর্ণ পকেটে সবাই আপন।
যখন তোমার শূন্য পকেট
দেখবে সবাই হবে পর।
কেউ দেখাবে কাজে ব্যস্ত
কেউ তো খবর নিবে না।
তুমি যখন খুঁজতে যাবে,
খুঁজেও তাদের পাবে না।
তোমার শূন্য পকেট দেখে
ভাবে করেছ ধার-দেনা।
ধার পরিশোধ করতে তুমি
তাদের সাহায্য পেতে চাও।
শূন্য পকেটে নেই হাসি-গান
তাকে না মনেতে সুখ শান্তি
শূন্য পকেটে বুক জুড়ে রয়
শুধু অভিমান আর ক্লান্তি।
সময়ে আপন পর চিনতে
শূন্য পকেট ঐ অবদান রাখে।
মানুষের জীবনে শূন্য পকেট
যেন একবার হলেও আসে।