কলমে : এম এ লতিফ
কখনো শ্রাবণ মেঘ আমার পৃথিবী
কখনো সন্ধ্যা নামে হয় রাতি,
রাত হলে ভয় হয়
দেখবো কি কখনো প্রভাতী,
জীবন ধারা নানা রঙে রাঙানো
জানি না কখন হারিয়ে যায় চলার সাথী,
আমি দুঃখকে সুখ ভেবে চলি একাকী,
এভাবেই চলতে চলতে দিবো একদিন যাত্রা বিরতি!
কখনো জোছনার ঝিলমিল ঐ আলো
মন জোছনায় রাঙিয়ে দেয় আমার পৃথিবী,
নতুন সুর ছন্দে বেজে ওঠে নতুন অনুভূতি,
জানি এমন লগন পাবো না সারাক্ষণ
তবু যেন ছুটে আসে স্বপ্নে বিভোর মধুময় স্মৃতি!
কখনো আকাশ নীলে মেঘের জোয়ারে
মন আমার ভেসে যায় স্বপ্নেের অনুভূতি,
একি স্বপ্ন নাকি সত্যি
চোখ মেলে দেখি সবই যেন মিথ্যে আবেগের অনুভূতি,
হয়তো এভাবেই একদিন সব স্বপ্ন ভেঙে যাবে
সেদিন হবে আমার স্বপ্ন দেখার চিরতরে যাত্রা বিরতি,
কখনো দেখবো না আর শ্রাবণ মেঘের পৃথিবী!