কলমে: নিয়াজ আহম্মদ
সত্য লুকানোর চেষ্টা করোনা
ঢেকো না মিথ্যা দিয়ে
বিবেকের কাছে প্রশ্ন করো
নিজের সততা নিয়ে।
দুই কাঁধে দু'জন বসে আছে
লিখছে মোদের কর্ম
বুঝতে আমরা চাই না কখনো
সে লেখার আছে কি মর্ম।
পাপচারী ওরা ডাকে ইশারায়
ছুটে যাই মোরা সেথা
ভাবিনা সকল পাপের সম্পদ
হবে কোন ক্ষনে বৃথা।
প্রাসাদ গড়ি শ্বেত পাথরে
অন্তর সাদা নয়
ভূলুণ্ঠিত হয়ে যাবে কখন
কাহারো তা জানা নাই।
সততার পথে ফিরে এসো সবে
স্রষ্টাকে করো স্মরণ
সময় হয়তো পাবেনাকো আর
দুয়ারে দাঁড়িয়ে মরন।