সৃষ্টি পৃথিবীর শ্রেষ্ট
না-ই তুলনা কিছুর,
তাকাই যে দিকে
পাই সে দিকে সৃষ্টির শ্রেষ্টত।
ভাবি আমি কি ক্ষুদ্র জ্ঞানে
পাইনি কোনো দিশা,
যে দিকে তাকাই সে দিকে পূর্ণ
শূন্য একটু নাহি পাই।
উদ্দেশ্য ছিল শূন্য কোথায়
থাকব গিয়ে নীরবে,
যে খানে যাই সৃষ্টির কিছু
তা-ও বার বার দেখা ।
নীরব হলো সাগর সমুদ্র
নাই যে কোনো গাছ পালা,
এই খানে দেখতে পেলাম
জলে মাছের খেলা।
সৃষ্টি হলো পৃথিবীতে
অপরুপ সুন্দর দৃশ্য,
আকাশ জমিন যা দেখ
সবেই সৃষ্টি শ্রেষ্ট।