কলমে: এম এ লতিফ
বাতাসে শন শন সমুদ্রে মহা গর্জন
ঐ ক্ষেপেছে ওরা তরুণ নওজোয়ান,
আজকে বিজয়ের মাস চারিদিকে মহা উল্লাস,
ওঠেছে জেগে পূর্ব দিগন্তে লাল সূর্যটা লাল আভায়
সবাইকে জানান দিয়ে যায় আজকে বিজয়ের মাস,
চারিদিকে বাজে বিনা খুশীর কেতন
হ্যালির ধুমকেতুর মতো বিজয় মাসের আগমন,
সূরে সূরে ভেসে ওঠে বিজয়ী বাংলার গান,
আজ স্বাধীন বাংলার লাখো জনতা মুখে শুনি বিজয়ী শ্লোগান,
বিশ্ব মানচিত্রে বিজয়ী বাংলার পতাকা
সবার হাতে হাতে উদীয়মান!
ভুলি নাই ভুলবো না
তোমাদের তাজা রক্তের বিনিময়ে রেখেছো দেশের মান,
পরাজিত করেছো দোসর বেঈমান পাক হানাদার
আজ বাংলার আকাশে বিজয়ী পতাকা উড্ডীয়মান,
হে তরুণ নওজোয়ান তোমারাই পারো দেখিয়েছো
বিতাড়িত করেছো পাক শয়তান,
তোমাদের তরে পেয়েছি স্বাধীনতা
তোমাদের স্মৃতি চিহ্ন আজীবন রয়ে যাবে অম্লান,
তোমাদের রক্তের দাগে আজ লাল সবুজের পতাকা উড়ছে আকাশে,
একই সূরে গাইছে আজ বিজয়ী বাংলার গান,
আজ মুক্ত আকাশ মুক্ত নদী স্রোতষিনী ধারায় প্রবাহমান,
বাতাসে শন শন সমুদ্রে মহা গর্জন
বাংলার বিজয়ী পতাকা হাতে শ্লোগানে মুখরিত তরুণ নওজোয়ান!