মুহাম্মদ কাউছার আলম রবি
উৎসর্গঃ প্রিয় প্রতিবেশী তথা গ্রামবাসীদের।
তারুণ্য সদা জাগ্রত শক্তি,
একটি সুপ্রতিষ্ঠিত বিশ্বাসের নাম,
মানবিক কাজে বিলিয়ে দেওয়া প্রাণ।
অন্যায়ে বাঁধার পাহাড় অটল অধীর,
মজলুমের পক্ষে সহায়ক প্রাণ,
সাম্যের সমাজ গড়তে বদ্ধপরিকর।
কর্ম পরিকল্পনায় কয়েক ধাপ এগিয়ে,
দূর্যোগ দূর্ভোগে অসহায়ের পাশে,
কিংবা মসজিদ মাদ্রাসা ধর্মীয় কাজে,
সকল মানবিক কাজে সবার আগে,
আমাদেরই থাকতে হবে সাম্য প্রতিষ্ঠার সৈনিক হয়ে।
আমরা আছি, আমরাই থাকবো,
সমাজে সাম্য প্রতিষ্ঠা করে,
মানবিক কাজ চলতে থাকবে,
আল্লাহর সন্তুষ্টি অর্জনের তরে।
বিবাদ নয় ভালোবাসা দিয়ে,
করবো জয় মানব মনের,
করবো লালন আদর্শ প্রিয় রাসূলের।