কলমে: এম এ লতিফ
আমি দেখি প্রতিদিন সোনালী ভোরের রক্তিম সূর্যের হাসি,
আলোময় পৃথিবীটা রাঙিয়ে দেয় আমার ভুবন,
আমি মেতে ওঠি উল্লাসে একতারা হাতে নিয়ে সুর ধরি,
বাজাই ভাঙা গলায় ভাঙা সুরে বাঁশি,
মা আমায় ডেকে বল,ওহে বাছাধন নাই প্রয়োজন,
অনেক হয়েছে তোমার ভাঙা বাঁশির সুর,
এবার যাও এগিয়ে দিগন্ত ছুঁয়ে যাওয়া পৃথিবী থেকে বহুদূর,
যেথায় তোমার নতুন পৃথিবী নতুন আলোতে দেখবে ভরপুর!
আমি দেখি প্রতিদিন রক্তিম সোনালী ভোরে
মিষ্টি মায়ের মিষ্টি মুখের হাসি,
যে হাসিতে আমি খুঁজে পাই দিগন্ত ছুঁয়ে যাওয়া পৃথিবী,
আমার জীবন চলার পথে বেজে ওঠে ছন্দ সুরের বাঁশি,
আমি দূর থেকে বহুদূর হেটে যাই নতুন পৃথিবীর ঠিকানায়,
অশান্ত মন আমার ছুঁতে চায় নীলিমার ঐ নীল তাঁরকা রাশি,
আমি কি পাবো জানি না, তবু আমার মায়ের আদেশ,
ওহে বাছাধন, তুমি করবে দেশ উজ্জ্বল, আমার মুখে ফুটাবে হাসি,
এটাই আমার চাওয়া তোমার সৃষ্টিতে হাসবে বিশ্ববাসী!
আমি দেখি প্রতিদিন পূর্ব দিগন্তে লাল সূর্যের হাসি
মা আমার ভাঙায় ঘুম, চেয়ে দেখো ওহে বাছাধন,
নতুন জীবন গড়তে আলো ভরা পৃথিবীতে করো অন্বেষণ,
পুলকিত মন খুঁজে পায় নতুন জীবন
মায়ের মুখের হাসি ফুটাতে মেতে ওঠি নতুন আলোতে,
মা আমার স্বর্গ দুয়ার, মাকে বড্ড বেশি ভালোবাসি।