কলমে: এম এ লতিফ
১৮ হাজার মাকলুকাত
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাত,
মানুষ জাতির হবে হিসাব
বাকীরা সবাই পাবে মাফ!
ভোগ বিলাসী জীবন যাপন
মানুষ জাতির হয় প্রয়োজন,
দামী গাড়ি দামী বাড়ি
কেবল মাত্র দুদিন জীবন,
একের পর এক চাহিদা
হতেই হবে স্বপ্ন পূরণ,
নানা আয়োজন নানা প্রয়োজন
বেঁচে থাকতে চাই যে এমন,
ভাবি না মোরা কেউ কোনোদিন,
ছাড়তে হবে রঙিন ভূবণ!
১৮ হাজার মাকলুকাত
সৃষ্টির সেরা মানুষ জাত
মহান আল্লাহর নিয়ামত,
কেবল মানুষ জাতিই করে পাপ,
বাকীরা সব পাপ মুক্ত
নেই তো তাদের কোনো হিসাব,
মানুষ জাতি করে গুনাহ
হিসাব তোমার ষোল আনা,
অপরাধীর নাইরে ক্ষমা
আল্লাহর কাছে চাওরে মাফ,
ফুলের মতো হও পবিত্র,
তবেই তুমি সৃষ্টির সেরা
সর্বশ্রেষ্ঠ মানুষ জাত!