কলমে: সাহেলা সার্মিন
সেই দিনগুলো কতো ভালো ছিলো
ছিলাম সব একসাথে,
ডালভাত ভর্তা হলেও
পড়তো সবার এক পাতে।
কম পড়লেও ছিলো না চিন্তা
পাশের বাড়ির হাড়ি,
তোমার জন্য উদাম ছিলো
এক প্লেট আনতে ভরি।
বাড়িগুলো ছিলো বড় বড়
মনটা তার চেয়েও আরো,
কঠিন শাসন যেমন ছিলো
ভালোবাসায় ভরো ভরো।
কান্নাকাটির আওয়াজ পেলে
চারিদিকে পড়ে যেতো সারা,
কী হয়েছে ওগো তোমার
ভেবে হতো দিশেহারা।
অতিথি সেবায় কতো মমতা
জবাই হতো মুরগী,
একদিন, দুইদিন,সাতদিন ভরে চলতো
পিঠাপুলির সোহাগি।
আত্মীয়তার বন্ধন ছিলো মজবুত
সবাই সবার ছিলো কতো আপন,
মুঠো ফোন ছিলো না কারো
তবুও ছিলো সবার জ্ঞাপন।
এখনতো আর সেদিন নেই
ছেয়ে গেছে স্বার্থপরে,
বড় বাড়ি আর মায়া মমতা নেই
থাকে হিংসার ইট পাথরে।
মা-বাবা,ভাই-বোন আজ জঞ্জাল
বাবা থাকে বৃদ্ধাশ্রমে,
অফিসে বা পার্টিতে বধূর কাটে সময়
মা আধমরা হয় গৃহের নানা শ্রমে।
সেদিনের সেই হাতে হাত ধরা দিন
হাসি খুশিতে মূখর,
সব কাজ সবাই করে ভাগাভাগি
কাটতো সুন্দর প্রহর।