কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
যখন আমি ছিলাম যৌবন দীপ্ত
রক্ত ছিলো টগবগে লাভার মত তপ্ত,
ছিলাম আমি শত রাধার কৃষ্ণ
পেতে আমায় দর্পহারী, ব্রজবাসী সবাই হতো উষ্ণ!
কেউ ডেকেছে 'কানাই' আমায় কেউবা 'গোপাল সারথি'
এমনি ডেকে কতজনে, ভেবেছে নিজেকে ভাগ্যবতী,
তখন আমি স্বয়ম্বর গেহে
হৃদয় খানির পাতছি বাসর
তাজমহল গড়েছি আমি
উর্মিমালার মহাসাগর !
আজ আমার জীবন সন্ধ্যা তবুও পায় নষ্টালজি
নাই তারা কাঁদছে যারা, বিয়ের পিঁড়ি অশ্রু ভিজি,
আজও তাঁরা করে মনে মুঠোফোনে বেদনা মনে
ছেলেমেয়ে বউদের ভয়ে, কথা বলে সঙ্গোপনে !
আজ-ও পাই প্রেমের প্রস্তাব, অতৃপ্ত শতজনের
এই তো জীবন, তৃপ্ত ক'জন, কে রাখে কার মনের খবর,
কাউকে কখন লাগে ভাল শ'জনে হয়তো একজন
প্রাচীর ঘেরা সবার জীবন, টপকাতে 'মই' প্রয়োজন !
কেউ ভাবে কিবা দরকার, এ বয়সে আর ভালোবাসার
নিকষ কালো শ্রাবণ রাতে কেউ টানুক 'বুকের' ভিতর,
নরনারীর কারো জীবন, সকাল দুপুর সন্ধ্যা হয় না
'মনটা' সেতো বেজায় পাজি, কখন কি সে ধরে বায়না?