কলমে: এম এ লতিফ
আকাশ জমিন নীলিমা
চাঁদ তারা খেলা করে
কতো সুন্দর জেগে রয় পূর্ণীমা,
তুমি এসো কাছে প্রিয় মোর
তোমার স্পর্শ সুখে হারাবো মন
জেগে রয় মোর ভাঙা মনের আঙিনা,
আমি সাজবো ফুলদানি
নানা রঙে নানা ফুলে,
এ যে চাওয়া মোর সুপ্ত মনের বাসনা!
"ও" আকাশ "ও" নীলে
ভেসে রয় দূর নীলিমা
"ও" চাঁদ হাসি মুখে চেয়ে থাকে
মিলন বলয়ে মধুময় চন্দ্রিমা,
প্রিয় মোরে কাছে ডাকে
রাত্রি যাপনের নানা বাসনা!
আসমান জমিন কতটা ব্যাবধান
তবু যে মন ছুঁয়ে যায় ঐ নীলিমা,
ভাসমান "ও" আকাশটা কতো সুন্দর
তাঁরা ভরা আলোর জোছনা,
এ মন যেন সুখ পেতে চায়
স্পর্শ সুখে জেগে রয় মধু চন্দ্রিমা!