কলমে: সাদিয়া আক্তার দীঘি
স্বদেশ তুমি অনুভবে অনুরণনে,
বেঁধেছো আমায় জীবনে এবং মরনে,
তোমারে জড়িয়ে রয়েছে আমার আশা,
আর রাশি রাশি অফুরান ভালোবাসা।
হে স্বদেশ! তুমি যখন থাকো ভালো
আমার পরান তখন খুশীতে ভরা,
স্বপ্নেরা সব ডানা মেলে যায় উড়ে
তোমার বেদনে আমার হৃদয়ে খরা।
গাছের ডালে পিয়ালেরা ঝাঁকে ঝাঁক,
হিজল বনে পাখিদের আসা যাওয়া,
নোঙর বাঁধা ঘাটে বসে আছে কাক,
রূপসী বঙ্গে এটাই পরম পাওয়া।
চিন্তা কথায় কর্মে মমতাবোধ
মনে ও মননে সদা হোক জাগ্রত।
দেশের জন্য লড়ে যাব প্রাণ পন,
স্বদেশ প্রেমের এটাই এখন ব্রত।
দেশের মানুষ সকলেই ভাইবোন
ঘৃণা ও বিভেদ মায়েরই তো অপমান।
আমরা ঘোচাব বিবাদ বিভেদ যতো
রক্ষা করবো বাংলার সম্মান।
আমরা জাগাবো আবার আশার আলো,
বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাগি।
ধন-ধান্যে-পুষ্পে ভরাব দেশ,
মাগো তোমার আশীষ প্রেরণা মাগি।
দেশপ্রেমের বিকল্প নেই কোনো,
এ ভালোবাসায় নিমগ্ন থাক মন।
বিপদ বাধা যতই আসুক আজ
তুচ্ছ করেই এগিয়ে যাক জীবন।