কলমে: এম এ লতিফ
আমার স্বপ্নগুলো নীলিমায় ভেসে রয়
তাঁরা ভরা ঐ নীলে সারারাত কথা কয়,
প্রিয়া দে হাতছানি চোখ দুটো জেগে রয়,
কি যে মধুময় স্বপ্ন, সুখ যেন ঘিরে লয়,
আমি চাই যে বারবার
এমন স্বপ্ন যেন কভু হারাতে না হয়!
মনের নীলিমায় আঁকি কতো আলপনা
রংধনুর স্পর্শ সুখে জীবনটা ঘিরে লয়,
দেখি কতো স্বপন আনন্দময় জীবন
ভুলিতে চাহিনা কভু এমন সুন্দর স্বপন,
স্বপ্ন দুয়ার যেন আজীবন রঙিন হয়!
কতো যে ভাবনা স্বপ্নগুলো মেলে ডানা
আঁধার কালো পৃথিবীটা রঙিন হয়,
এভাবেই স্বপ্ন ছোঁয়ায় যেন আমার পৃথিবীটা
তোমার কোমল স্পর্শে রঙিন হয়,
মায়াবী বন্ধনে মায়াবী লতার মতো যেন
সারাজীবন তোমার মায়াতে মিশে রয়,
ভেঙে দিও না কভু প্রিয় মোর স্বপ্নগুলো
শুধুই যেন তোমার মাঝে জেগে রয়,
দিবে কি ধরা কোনদিন এমন সুন্দর স্বপ্নগুলো,
কেন জানি মধুময় নীলিমার স্বপ্নগুলো,
ঘুম ভাঙলে সব বিলীন হয়!