ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
======================
নীল আকাশে সাদা মেঘ
আনন্দে ভেসে বেডায়,
মায়ের কোলের ছোট শিশু
হেসে হাত নাড়ায়।
হাঁটতে শিখিতে গেলে তবে
আছাড়ি যাবার ভয়,
মনের অজান্তে কতো স্বপ্ন
হয়নি কখনো জয়।
মনের আনন্দে স্বপ্ন দেখা
নেইতো কোন মানা,
সকাল বিকেল দুপুর সন্ধ্যা
মনের ভিতর হানা।
স্বপ্ন নিয়ে বাঁচে মানুষ
মনে কতো আশা
সকল স্বপ্ন হয়নি সফল
হয় কতো নিরাশা।