কলমে: এম এ লতিফ
নিসনে কেঁড়ে প্রিয় মোর
স্বর্গ সুখের ঐ হাসি,
দক্ষিণ হাওয়ায় স্পর্শ সুখে
জাগালি মোরে ভাঙালি ঘুম,
স্বপ্নে বিভোর ছিলাম আমি
নই গো আমি দূর প্রবাসি,
আয়না কাছে মন ভাঙাতে
চাঁদ যেন ঐ হাসছে নীলে,
চুপিসারে বলে আমায় ভালোবাসি!
নাগর দোলায় দুলছে নাগর
হাসছে যেন পূর্ণীমাতে রূপালী চাঁদ,
দেখছি তোর লাল ঠোঁটের রাঙা হাসি,
মন ভুলে গো দেখতে তারে
একটু ছোঁয়ায় স্পর্শ সুখে ভালোবাসি,
নিসনে কেঁড়ে প্রিয় মোর
স্বর্গ সুখের ঐ হাসি!
দিসনে ভেঙে প্রিয় মোর
সাজিয়ে রাখা ফুলদানী,
যে ফুলদানীতে রাঙাবো জীবন
গড়বো মোরা স্বর্গ সুখের বাসরখানি!