কলমে: এম এ লতিফ
জুৃটে না'রে দুটি পয়সা
কি করে খাবো পেট ভরে ভাত,
নুন আনতে পান্তা ফুরায়
কেউ করে না সাহায্য মোদের,
বুড়ো বাবার মাথায় হাত,
এটাই বুঝি ভাগ্য রেখা
তবু আমার নাইরে কোনো অজুহাত!
অভাব অনটন দারিদ্রতা
প্রতিদিনের শুভযাত্রা,
দুঃখ মোদের চিরসাথী
কেউ ভাবে না গরীবের কথা,
হায়রে আমার কপাল মন্দ
বড়ো লোকের চোখ অন্ধ!
দারিদ্র সীমার নীচে মোরা করি বসবাস,
এই কি মোদের স্বাধীন বাংলা
ক্ষুধার জ্বালায় করছি উপবাস,
জুটে না'রে দুটি পয়সা
কি করে খাবো পেট ভরে ভাত,
এই বুঝি মোদের স্বাধীন বাংলা
স্বাধীন দেশের করুণ ইতিহাস!