কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
বন্ধু তুমি ভাবছো যাকে
বন্ধু সে তো নয়,
আপন হয়ে থাকে পাশে
বন্ধু সেজে রয়।
স্বার্থ পেলে আপন তুমি
তুমিই তখন প্রিয়,
বন্ধু হতে চাইলে কেহ
চিন্তা করে নিও।
দুঃখের সময় যখন তুমি
থাকবে আপন হয়ে,
তোমায় ভুলে ঠেলবে দূরে
নতুন বন্ধু পেয়ে।
চিনবে না যেই বন্ধু তোমায়
কী হতে তুমি তার ,
এমন লোকের সাথে তুমি
বন্ধুত্ব করোনা আর।
স্বার্থপরের এই দুনিয়ায়
সবাই স্বার্থপর,
যতই তুমি ভাবো আপন
তোমায় ভাববে পর।