মোঃ জাকিরুল ইসলাম জাকির
পশু করেনা কোন স্বজন পশু হত্যা
খায়না স্বজাতি পশু নয় কথা মিথ্যা
খোলা বনে তাদের অবাধ বিচরণ
ঘুমিয়ে কাটে প্রহর,নেই কোন প্রহসন।
প্রহরী আছে তাদের অনেক দফায় দফায়
ওরা করে মানুষের ভয় কখন হবে জীবনের ক্ষয়।
মানুষ করে মানুষের ভয় কখন যে কি হয়
কিছু মানুষ আশায় থাকে মনুষ্যত্বের হবে জয়।
মানুষ কে দেখে ঠাট্টা করে বনের পশু পাখিরা
মানুষ হয়ে জম্ম হয়নি ভালো বলে অন্য প্রাণীরা।
ভালোবাসা কারে কয় শিখে নাও কাকের নিকট
সুশৃঙ্খলা পিপীলিকা থাকে তারা বন্ধনে অটুট।
মানুষ স্বার্থের তরে ফাটায় বোমা করে খুনাখুনি
সকল সৃষ্টির সৃষ্টিকর্তা,আল্লাহ্ স্বার্থপরতা চায়নি।
সৃষ্টির সেরা মানুষ এক অদ্ভুত প্রাণীর নাম
নিজের স্বার্থের জন্য,অন্যের করে বদনাম।
মানব ধর্ম বড় ধর্ম সর্ব জনে বলে
মানবতার দোহায় দিয়ে স্বার্থপরাতা চলে।
জাতি ধর্ম বিভেদ নিয়ে কর কেন বিভ্রান্ত
সৃষ্টিকর্তা উপাসনা করে মনকে কর শান্ত।
ভালো যদি থাকতে চাও ওপারে মৃত্যুর পর
জাতি ধর্ম বিভেদ ভুলে সৃষ্টির সেবা কর।