কলমে: রোজিনা খাতুন
যদি হঠাৎ কখনও দেখা হয়
কিভাবে নিজেকে সামলায়,
প্রাণের চেয়ে প্রিয় মানুষটা সামনে
নিজেকে কিকরে আটকায়।
ভয় হয় সেদিনের জন্য
যদি হঠাৎ দেখা হয়,
সব সময় মন থেকে চাই
এমনটা যেনো না হয়।
পাশাপাশি হয়তো হবে না চলা
আড়চোখে শুধু তাকিয়ে,
আচমকা ঝড় এসে আমার
কষ্ট গুলো দেবে বাড়িয়ে।
ইচ্ছে করবে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে
মনের ব্যথা প্রকাশ করি,
তোমার বিরহে কাতর আমি
এতো দুঃখ কোথায় ধরি।
ততদিনে হয়তো তোমার বঁধু
তোমার ছায়া সঙ্গী হবে,
আমার পাশেও দায়িত্বে কেউ
খুব কাছে দাঁড়িয়ে রবে।
বোবাকান্না ভেতরে আঘাত করেও
নিরুপায় হয়ে সয়ে যাবো,
চিরচেনা মুখখানা দেখেও দুজন
শত কষ্ট মুছে নেবো।