কলমে: জামাল আহমেদ
হলুদের মিশিয়ে নীল
হয় সবুজ প্রকৃতি,
বাঁচায় অনাবিল স্নেহে
জীব ও মানব প্রজাতি।
বেঁচে আছি মোরা সবে
ওদেরই আশিসে,
মাঝে সাজে বেমালুম
শেষ করি সাময়িক লোভে।
সবুজ প্রকৃতি ভরে
হলুদের বরণে,
নীলিমা নীল দিয়ে
বন্দনে চরণে।
আবার সবুজে মাতে
জগতের মাতা,
কেঁদে হেঁসে ভালোবেসে
আমাদের বেঁচে থাকা।