কলমে: এম এ লতিফ
হারিয়েছি স্বর্গ দুয়ার
কি করে বলো জগতটারে ভালবাসি,
যে হাসিতে ছিলো মায়ের ভালবাসা
সেই মা আমায় একা রেখে হয়ে গেলেন জান্নাতবাসী,
আমি পাইনা খুঁজে পৃথিবীতে
মায়ের মতো মিষ্টি হাসি,
কেউ দেখে না কেউ বুঝে না
অশ্রু সিক্ত দুনয়ন মোর বানভাসি!
জীবন আমার দুঃখের নদী
মা যে আমায় একা ফেলে
করে গেলেন বানভাসি,
আমি চোখের জলে বাইলাম তরী
দুঃখই আমার চির হাসি,
হারিয়েছি স্বর্গ দুয়ার
হারিয়েছি শিশুকালের সেই হাসি
চোখের জলে বুক ভেসে যায়
দেখবো না আর মায়ের হাসি।
ভেবেছিলাম হাসবো আমি সুখের হাসি
বসে মায়ের মায়াভরা ঐ আঁচলে
সুখ যে আমার ভাঙা দুয়ার
সইলো না সুখ মোর কপালে,
জনমদুখি আমি একজন পুরা কপাল
মা’কে আমি হারিয়েছি শিশুকালে!