কলমে: এম এ লতিফ
আমি হালের পালে বাইবো তরী
নাই নদীতে মেঘের জল,
হয়তো জোয়ার আসবে যখন
তরী তখন হবে সচল,
বলনা আমায় বাইতে তরী
কে যাবি বল সঙ্গে চল,
আবার দুঃখের তরী বাইতে গেলে
হালের পালে লাগে না কভু মেঘের জল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
দুঃখের তরী সারাজীবন থাকে সচল!
আমি হালের পালে বাইবো তরী
মেঘ আকাশে কতো জল,
ভরবে নদী মেঘের জলে
তরী আবার হবে সচল,
ওরে আমার পাগলা ভোলা
ক্ষেপিসনে তুই আসলে জোয়ার
হালের পালে লাগবে হাওয়া,
জোয়ার জলে তরী তোর হবে সচল!
আমি হালের পালে বাইবো তরী
দুঃখের নদী জীবন জোয়ার আছে সচল,
যে নদীতে নাইরে মেঘ নাইরে জোয়ার,
আরে "ও" পাগলা ভোলা যা থেমে যা
ভাগ্য দুয়ার যায় না খন্ডন
সারাজীবন দুঃখের তরী বয়ে চলে অবিচল!