হিমের ঝুড়ি গায়ে দিয়ে
আসে শীতের বুড়ী,
চারিদিকে ঠাণ্ডা আবেশ
সূর্যের লুকোচুরি।
শীত দাপটে ছোটোবড়ো
সবাই থাকে ঘরে,
গরীব দুঃখী গৃহ হারা
পথে কেঁপে মরে।
দিন দুখীরা রাস্তায় রাস্তায়
কাঁপছে শীতের ত্রাসে,
শীতের বস্ত্র পোশাক দিয়ে
দাঁড়াই তাদের পাশে।
ধনী লোকে দালান কোঠায়
কাপড় পড়ে থাকে,
পথের লোকের দুঃখ গুলো
বারোমাস্যার বাঁকে।
দিন মজুরি শ্রমিক দলের
শীতের কাঁপন লাগে,
মানবতার আবাদ করতে
ভালো মানুষ জাগে ।