কলমে: মুসলিমা আক্তার
===============
দশেতে বহুত চেনা বন্ধু ব্যতিত নয়
মাতিয়া মাতিয়া খেলায় কাঁটাইতাম
বাহিরে কিছু নয়।
এদিকে ওদিকে উল্লাস ছিলো
কানায় কানায় সৌরভ,
বুঝিতাম ঘ্রাণবিহীন গন্ধ বিলাপ।
আমাতে চলে সারাক্ষণ মন
সকাল সাঝের ভেলা,
অভিমান নেই আনন্দ নিয়ে
কাঁটাইতাম সারা বেলা।
খানিক বছর পার হলো মোর তখন হাসিয়া কই-
বন্ধু বিনা জীবন যেন শুধুই শূন্য মই।
সেই যে বিয়ের বছর কতো
চিন্তা ভাবি,
শ্বশুর বাড়ীর কেমন সাঝ
কেমন করিয়া থাকি।
আমারে লইয়া এবাড়ি ওবাড়ি
চিনির পাতায় নাম,
কেউ বা নাতি বৌ,কেউ বা ভাবি ডাকি।
এরপর যখন দম লইয়া
পরিচিতি হয় স্বভাব,
কতোই না সম্মান দিনে দিনে
মোর
নেই কিছুর ই অভাব।
এভাবেই যাচ্ছে রাত্রি দিনের
আত্মসম্মান মোর,
কাঁটিয়া দিবো জনম জনম
অনন্ত আলোর ভোর।