এক হাতে হ্যারিকেন আরেক হাতে হুক্কা
নস্টালজিক সুখ উপভোগ করলুম পাক্কা।
রেডিও, ধামা, হ্যাজাকলাইট, আরও কতো কি
জগ, মগ, ঘটি, বদনা, চামচ ও সর্গের ঢেঁকি ।
জানি হৃদয় ঢেকে রাখে স্মৃতির চাদর
শিল্প সত্তার সুতোয় বুনে রাখা অতীত আদর।
এক হাতে হুক্কা আরেক হাতে বপন ঐশ্বরিক স্বপন
রুয়ে রুয়ে যাই বোধের বীজ, কবিতার চারা,চিন্তার স্পন্দন।
তোমার ভেতরে গড় ভাস্কর এক অলৌকিক তুমি
অন্তরে করো চাষ -শব্দের সুবাস-খুলনা আর্ট একাডেমি।
রচনা কালঃ ০৩-০১-২০২৫