কলমে: নেহাৎ তানভীর
……..…………………………………
ভালোবেসে আল্লাহ তোমায় লিখে দিলাম
এই হৃদয় জমি,
তুমি ছাড়া এই মন আমার সদায় থাকে
হয়ে বিরান ভূমি।
আমার হৃদয় জমি খোলা রেখেছি শুধুই
তোমার জন্য আল্লাহ,
প্রতি ধূলিকণাতেই লেখা আছে সযতনে
লা ইলাহা ইল্লাল্লাহ।
হৃদয় জমির বয়ে চলা বায়ু তোলে সুর
শুনিতে শ্রুতি মধুর,
জিকিরে হালকা ধায় দূর বহুদূর যায়
ভালোবাসার সুর।
শান্তি শীতল মনে তোমা’ এক রাজত্ব
তোমা’ শাসন দখল,
তোমা’ প্রেমে নিবেদিত অন্তর প্রান্তর
স্নেহেরই আঁচল।
তোমা করুনার আলো এখানেই ফোঁটে সদা
নিরব চির সত্য,
হৃদয় জমির প্রতি বৃক্ষ শাখা পশু পাখি
তোমা’ আশ্রয়ে নত।
মনের আকাশে তোমা’ নামের মেঘেরা এসে
দল পাকিয়ে ভরে,
এখানে তারারা জাগে তোমার জিকিরে চাঁদ
সূর্যও তোমা’ তরে।
এখানে ফুলেরা ফোঁটে তোমা’ আলপনা আঁকে
করে তোমাকে অনুভব,
হৃদয় জমিন জুড়ে তোমা’ প্রার্থনা সুরে
কোলাহল ও বৈভব।
তোমা’ তরে ধন্য আমি এই ধরার সংসারে
ওগো হৃদয় জামি,
বক্ষ পোড়ে দিবানিশি লাভে তোমার দিদার
দেখা দিবে না জানি।
তবু তুমিই রংধনু হও আমারই মেঘে
চেয়ে দেখোনা চোখে,
মগ্ন তোমার আমি মোহাব্বতে সুধায়
এ স্বপ্ন সুখে।
শত দুঃখ তাপে আমা’ হৃদয় যখন পোড়ে
এই তোমার ভবে,
তব তোমার ভরসা অনুভবে জাগি আমি
দিদার পাবো কবে?
আরশ তোমার ছায়া শীতল পরশ বুলে
কল্প সুখে থাকি,
তোমার উদার মনে এই পাপীকে সদয়ে
ক্ষমা করবে নাকি?
আমি ভুল করি আর বারেবারে ভয়ে ভাবি
দাগ লাগল বুঝি,
সাদা দিলে ভালোবেসে তোমার আসন পাতি
তোমায় আমি খুঁজি।
জিকিরে তোমার রব মশগুল মনো প্রাণ
অঝোরে শুধু কাঁদি।
নেবে নাকি ভালোবাসা আদর যত্নে গাঁথা
তোমাতে প্রাণ বাঁধি,
রচনাকাল:-
৪ নভেম্বর, ২০২৪