কলমে: এম এ লতিফ
আমার হৃদয় নগরীতে কে তুমি নন্দিনী
আচমকা বিজলির চমকের মতো
এক পলকে ঝলক মেরে যাও হারিয়ে,
একি স্বপ্ন নাকি সত্যি
স্বপ্নের মাঝে কাছে এসো চুপিসারে
থাকো দাঁড়িয়ে,
কি বলবো আমি, এ কোন ছলনা
মাঝরাতে দাও ঘুম ভাঙিয়ে,
ইচ্ছে জাগে কিছু কথা বলতে তোমায়
শুধু কেন ঘুম ভাঙিয়ে আড়ালে থাকো লুকিয়ে!
স্বপ্নীল পৃথিবী স্বপ্নে বিভোর নন্দিনী তুমি
তোমার স্পর্শ সুখে ছুটে যায় কতোজন
তবু তুমি কারো হতে পারোনি আপন,
শরাব শুধা হাতে নিয়ে করো নিবেদন,
এ কেমন তোমার পৃথিবী
সুর ছন্দে বেজে ওঠে
মহা উল্লাসে আলোড়ন,
ভাবলে না নিজের সত্তাকে
ধ্বংস করে দিলে তোমার জীবন,
কে তুমি নন্দিনী হৃদয় নগরীতে থাকো বন্দীনী!