কলমে:- মোঃ সুমন মিয়া
বাংলার হেমন্ত মানেই মাঠে ঘাটে পাকা ধানে
সোনালি আলোয় উদ্ভাসিত বাংলার প্রান্তর।
হেমন্ত মানেই কৃষকের ঘরে আনন্দের উৎসব।
হেমন্তে হিম বাতাসে কনকনে শীতের বার্তায়
প্রকৃতি এক অনন্য নতুন সাজে সেজে ওঠা।
হেমন্ত মানেই মাঠ ঘাটে বর্ষার পানি শুকানো।
হেমন্ত মানেই শরতের নুইয়ে পড়ার কাশফুল
সকালবেলা আবছা কুয়াশায় ঢাকা মাঠঘাট।
ধানের ডগায় জন্মে থাকা শিশিরস্নাত সকাল,
সকালের প্রথম রোদের নানা রঙের বৈচিত্র্যে
গাছের পাতাগুলো খিলখিল করে হেসে ওঠা।
হেমন্ত মানেই কাঁচাসোনা রোদমাখা স্নিগ্ধ দুপুর।
হেমন্তে পাখিদের কলকাকলিতে ভরা সন্ধ্যায়
মেঘমুক্ত আকাশে জ্যোৎস্নায় আলোকিত রাত।
হেমন্ত মানেই প্রকৃতির এক রহস্যময়ী ভিন্ন রুপ
হেমন্ত মানেই পাকা ধানের মনোমুগ্ধকর সুগন্ধ
গ্রামের মাঠে মাঠে কৃষকের ধান কাটার ধুম।
হেমন্ত মানেই নব উচ্ছ্বাস, নব জাগরন, নব সুর।
হেমন্তের নব জাগরণে অরণ্যে অরণ্যে ফোটা গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হাসনাহেনা সুগন্ধি ফুলের পাপড়ি ও গাছের পাতায় পাতায়
ভোরের মৃদু শিশিরের স্পর্শে শীতের পূর্বাভাস।
হেমন্ত মানেই কার্তিকের দীর্ঘ তাপদাহের প্রশান্তি
হেমন্ত মানেই ফ্রেমে বন্ধী মেঘমুক্ত নীল আকাশ।
হেমন্তে শরতের ধোঁয়ামোছা পরিষ্কার আকাশে
তৃপ্তির সুবাতাস মনকে আনন্দের উৎফুল্লতা দেয়।
খুব অল্প সময়ে নিজের রূপকে উপস্থাপন করতে
ঋতুর চাকায় চড়ে হেমন্ত আসে চিরচেনা বাংলায়।