কলমে: দেবিকা রানী হালদার।
তুমি শের ই বেঙ্গল —
সদা ভাবতে তুমি বাঙালির মঙ্গল,
তুমি ছিলে বাংলার সেরা মানুষ
মানবতা মনুষ্যত্বে, সদা ছিলো হুশ!
বলেছিলে তুমি আমি আগে বাঙালি
তারপর মুসলমান,
সদা জাগ্রত আমার, মান সন্মান ঈমান!
অ খন্ড ভারতের করেছো অনেক উন্নয়ন
সুপেয় জল, শিক্ষা, ন্যায় বিচার,
সেনিটেশন!
তোমায় ছালাম জানাই আর একবার এসো
দেশ মাতার বড়ই হাহাকার, তাকে ভালোবাসো!
তোমার মত নেতা যদি বাঙালি আবার পায়
দলমত নির্বিষেশে রাখবে তুলে মাথায়!
যেমন ছিলো তোমার বৃহৎ বপু, তেমনি মন
চাও নাই সোনা-দানা হীরা জহরত ধন!
তুমি বাসতে ভালো দেশের মাটি
ভাবতে তোমার প্রজারা ই ভালোবাসা, মানব সেবা ই খাটি!
জানতে তুমি, এ দুনিয়ায় যায় না থাকা
টাকা পাচারকারী ঘুষখোর সুদখোর বড়ই বোকা!
অহেতুক পাপ কামানো করোনি সহ্য
মানুষের দুঃখদুর্দশা শুনার, ছিলো তব অগাথ ধৈর্য!
তোমার জন্মদিনে ছালাম স্যালুট হে নেতা
ফিরে এসো আর একবার শুনি তোমার কথা!