রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

কবিতা: ১৬ই ডিসেম্বর

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ Time View

কবি: আফজাল হোসেন

১৬ ই ডিসেম্বর-

           তুমি মোদের অহংকার; 

            তুমি সংগ্রামী জনতার।

১৬ ই ডিসেম্বর –

             তুমি দুর্জয়, ভাস্কর, 

              তুমি জাগ্রত জনতার।

১৬ ই ডিসেম্বর- 

             তুমি বাড়াও বুকে বল,

              তুমি সত্যের শেষ ফল।

১৬ ই ডিসেম্বর- 

              মরুর শেষ সীমান্তে তুমি 

               জলের প্রান্তর;

                তোমায় পিয়ে তৃপ্ত 

                 তৃষ্ণার্ত অন্তর।

১৬ ই ডিসেম্বর- 

             তিস্তার বুকে জেগে উঠা তুমি 

               সুফলা হয়বৎখা চর;

               পদ্মা-মেঘনার শেষ ঠিকানা তুমি 

                বঙ্গোপসাগর।

১৬ ই ডিসেম্বর –

               তুমি স্বাধীনতার বজ্র কণ্ঠস্বর: 

                তুমি বিজয় চেতনার।

১৬ ই ডিসেম্বর- 

              হতাশার মাঝে আলোর ঝলক, 

              তুমি মোদের মাইল ফলক।

১৬ ই ডিসেম্বর –

           তুমি ছন্দের ঝংকার, 

           তুমি সিংহের হুংকার।

১৬ ই ডিসেম্বর- 

        তুমি সংগ্রামী সত্ত্বার; 

          তুমি অম্লান,অবিনশ্বর।

১৬ ই ডিসেম্বর- 

         তুমি দুর্গম, দুর্বার, 

           তুমি বিজয় একতার।

১৬ ই ডিসেম্বর –

          তুমি মজলুম জনতার,

            তুমি বিজয় মানবতার।

 ১৬ ই ডিসেম্বর – 

         তুমি প্রতিক সমঝোতার,

          তুমি বাঙ্গালী সবার।

১৬ ই ডিসেম্বর-

         তুমি উল্লাস জনতার; 

          তুমি উদ্দাম শ্রেষ্ঠতার।

১৬ ই ডিসেম্বর-

          তুমি একতারার একতার; 

           তুমি ভাটিয়ালী জনতার।

১৬ ই ডিসেম্বর –

           তুমি রহিমার কুঁড়ে ঘর,

           তুমি স্বপন-স্বপ্নার সংসার।

১৬ ই ডিসেম্বর-

             তুমি আবালবৃদ্ধবনিতার ; 

              তুমি নিরাপত্তা সবার।

১৬ ই ডিসেম্বর –

            তুমি আনন্দের জোয়ার;

             তুমি উল্লাস বাংলার।

১৬ ই ডিসেম্বর- 

           তুমি পাওনা যোগ্যতার: 

            তুমি শ্রেষ্ঠ পুরুষ্কার।

১৬ ই ডিসেম্বর-

           তুমি উচ্ছ্বাস বাধাহীন:

            তুমি বিজয়ের একটি দিন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102