সুখের কবিতা
-----------------------------------
তোমার আগমনী বাতাসে শিহড়িত অনুভব সংসার আঙ্গিনা
জানালার জোছনার ভিড়ে সুখের কোলাহল
তোমার উষ্ণতায় ভ্রমণ করি সুন্দর পৃথিবী
শিহরণে বেদনা লুকাই!
সম্ভাবনার হাতছানিতে অতল স্পর্শী সুখ সীমানা ছাড়ায়, সকালের কুয়াশা ভেদ করে বেড়িয়ে সারাদিনের সুটাম সময়।
আমি ভুলে যাই মনের গহীনে সকল দুঃখ প্রবাহ
স্তব্ধ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে যখন অজানা সুখ
ঠিক তখনই ভুলে যাই জীবনে একলা থাকার গল্প।
রক্ত কেনা মানচিত্র
--------------------------
চেতনার পথে শুয়ে আছে অবহেলা
মানুষের প্রাণ বিনাশে করে উল্লাস
পাপমুক্ত হয় না সমাজ, আধুনিকতা হয় লুটপাট !
বিত্তমানের ব্যবহারে জন্ম নেয়া ঘৃণা
দায়িত্ববান লোকেরা করে অন্যায়ের সাথে মোটা
অংকে আপোষ।
নিষ্পাপ জীবনের রক্তে স্নান করে আইনি মানুষ
দলবেঁধে আপন জনের সামনে হয় দর্শন
টাকার বিনিময়ে বিক্রি হয় বুলেট, ও প্রাণ নাশের প্রতিযোগিতা
মানুষ নামের চিল শকুনেরা নষ্ট করতে চায় ভাইয়ের রক্ত কেনা পবিত্র মানচিত্র।
দুপুরের রোদে
--------------------------------------
দুপুরের রোদে অস্তিত্বের পথ হারিয়ে খুঁজে চলি সফলতা
পরিত্যক্ত কষ্টগুলো নবজাতকের মতো কেঁদে মরে
দূরের স্বার্থপর সবগুলো বাস্তব
বিনির্মাণে প্রজাপতির ডানায় ঘুরে বেড়ায় অন্য শহর।
এই সুখ হেমন্তেও সুখী হওয়ার প্রবণতা কেড়ে নেয় সারাদিনের বিরহ সময়
রোদের তাপে পুড়া দুপুরে,চেনা জীবনের অচেনা গল্প গুলো বিরহ বাড়ায়
মরে যাওয়া নদীতে গাঙ চিলের আহত দিনে দীর্ঘ হয় সে ব্যথার পরিমান।