তোমার সারা ভূবন
সারাটা দিন তুমি নিও আমায় দিও রাত
সুখের সাথে কাটুক তোমার প্রতিটি প্রভাত
মেঘলা আকাশ বৃষ্টি সব তুমি নিয়ে নিও
কাল বোশেখী খরতাপ আমায় দিয়ে দিও।
ফুলগুলো সব তুমি নিও আমায় কাটা দিও
শত কষ্টেও ভালোবাসি তুমি আমার প্রিয়
সব সুবাসে ভরে থাকুক তোমার সারা জীবন
উজ্জ্বল আলোয় ফর্সা তোমার সারা ভূবন।
মিলেনা সহজ গণিত
বেড়ে যাওয়া বেদনায় শুকায়নি বুকের ক্ষত
ঘুমিয়ে পড়া মানবতা মনে করে দেয় অতিতের সুখের দিন
প্রারম্ভের রোদ ওঠার আগেই প্রস্থানের মেঘে অন্ধকার পৃথীবি
স্বপ্নের আন্দোলনে নেই বাস্তবতার মিছিল
কুয়াশাছন্ন প্রভাতে দিনের ভালোবাসা কেড়ে নেয় তীর্যক রোদ
মেঠোপথে তোমার আগমন চিহ্ন নেই বলে সবুজ পত্রাদির বেড়েছে ঝরে যাওয়া
হেমন্তের শুকিয়ে যাওয়া নদীতে গাঙ চিলের বিরহ দিন
ভাইয়ের রক্ত লেগে থাকা মানচিত্রে মিলেনা সহজ গণিত।