সফলতার দেয়াল
———————————–
স্মৃতির অন্ধকার বিদায়ে জোসনার আঙিনায় দাঁড়াবো
দুঃখগুলো দূরের শূন্যতায় ভাসিয়ে সুখের নির্বাসনে হারাবো
কালো মেঘের বৃষ্টির মতোন ঝরে ফেলবো সব অনুতাপ
ধ্বংস নয় নির্মাণে হবো ব্যস্ত।
না পাওয়া আর আকাঙ্ক্ষার ব্যথা ভুলে প্রাপ্তিতে নেবো সুখ
ঝরা পাতার শূন্যতা কাটিয়ে সতেজতায় হবো ভরপুর
মেঘ বিদায়ে রোদের সাথে করবো মিতালী
এলোমেলো সময় ব্যতিরেখে সঠিকে হবো মগ্ন
ব্যর্থতার মলাট হতে বের হয়ে সফলতায় হবো বন্দি।
———————————–
জীবনের পূর্ণতা
———————————–
স্নিগ্ধতার সুতোয় বুনেছি সময়
ফুটন্ত আলোর প্রভাতে ক্লান্তিহীন জীবন
বিকেলের কপালে লুটিয়ে পড়া বিস্তীর্ণ
সবুজের কার্পেটে সাজিয়েছি বসবাস
তোমার মুগ্ধতায় বেড়ে যায় দিনের আলো
অগ্রহায়ণের চাঁদের মতো তোমার রুপে হয়েছি মাতাল।
সুখের অনুভূতিতে খেয়ালি সময়ে
জীবনকে মেলে ধরেছি অনন্ত সুখের পথে
আকাশ আয়নায় ভেসে ওঠা তোমার মুখশ্রীতে
পাই জীবনের পূর্ণ সুখ।